প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: আমি নূরে আলম সিদ্দিক মোল্লা সোয়েব। আমাকে জড়িয়ে আমার বিরুদ্ধে গত ৯ জুলাই আলোকীত শীতলক্ষা নামে একটি অনলাইন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত পক্ষে সাংবাদিক মাঝহারুল রাসেল প্রতিহিংশা পরায়ন হয়ে এবং কিছু অসাধু স্বার্থান্বেশী ব্যাক্তিদের প্ররোচনায় সাময়িক ফয়দা লুটায় ব্যর্থ হয়ে এমনটি করেছে।
আমার পিতা মরহুম তাজুল ইসলাম মোল্লা বিত্তশালী ও সর্বজন সমাদৃত ব্যাক্তি ছিলেন। বংশ পরম্পরায় আমরা ঐতিহ্যবাহী মোল্লা পরিবার।
আমাকে ও আমার পরিবারের লোকজনদের সমাজে হেয় প্রতিপ্ন করার কুটকৌশল হিসাবে সাংবাদিকদের কলমের অপব্যবহার করাচ্ছে একটি স্বর্থান্বেশী মহল। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত