সাকিব আল হাসানের বিশ্ব রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দলের জয়ে ৩৯ বলে ৩৯ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৯ রান করার মধ্য দিয়ে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সব সংস্করণ মিলিয়ে ১৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।
আন্তর্জাতিকে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪০০০ হাজার রান ও ৬০০ উইকেট শিকার করে ‘ডাবল ক্লাবের’ প্রথম ক্রিকেটার তিনি। তার আগে বিশ্বের আর কোনো ক্রিকেটারের এমন রেকর্ড নেই।
বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। তিনি ১৫ হাজার রানের ক্লাব স্পর্শ করা প্রথম ক্রিকেটার। সব মিলিয়ে ৩৮৫ ম্যাচে ১৫১৪৮ রান করেছেন তামিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৪৩৯ ম্যাচে ১৪ হাজার ৩১০ রান নিয়ে দুইয়ে আছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত