বিয়ানীবাজার, চারখাই গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

| আপডেট :  ১৬ জুলাই ২০২৩, ০৩:১৩  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৩, ০৩:১৩

মুফিজ তালুকদার: বিয়ানীবাজার,চারখাই গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬জুলাই) দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক সিলেট জোনের বিয়ানীবাজার এরিয়ার আওতাধীন চারখাই শাখায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। গ্রামীণ ব্যাংক এর চারখাই শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিয়ানীবাজার এরিয়ার আওতাধীন চারখাইশা খার ব‍্যবস্হাপকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অএ যোনের যোনাল অডিট অফিসার মোহাম্মদ মনির,বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম‍্যানেজার যীশু দেব শীল।

এসময় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন শেষে বলেন , বর্তমান পরিবেশের এই সংকটকালীন সময়ে বৃক্ষ রোপণ এর বিকল্প কিছু নাই। সারা দেশকে একটি বাসযোগ্য পরিবেশ এর আওতায় আনতে বেশি বেশি করে ফলজ ও বনজ গাছের চারা রোপন করে এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। উক্ত অনুষ্ঠানে চারখাই শাখা ব‍্যবস্হাপক সহ সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত