টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

| আপডেট :  ১৬ জুলাই ২০২৩, ০৫:৩৯  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৩, ০৫:৩৯

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান।

প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আজ বৃষ্টির শঙ্কা নিয়েই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস করতে নামেন দল দুটির অধিনায়ক। তবে সিলেটের আবহাওয়া এখন বেশ রোদ্রৌজ্জ্বল এবং আপাতত বৃষ্টির আশঙ্কা নেই।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ৯ লড়াইয়ে ৬টিই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি।

ঘরের মাঠে এবার আফগানদের বিপক্ষে জয়ের রেকর্ড বাড়িয়ে নেওয়ার পালা টাইগারদের। সাকিবের নেতৃত্বে কি সেটা পারবে স্বাগতিকরা?

বাংলাদেশের একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত