শাকিবের সঙ্গে ঘোরাঘুরি নিয়ে মুখ খুললেন অপু

| আপডেট :  ১৬ জুলাই ২০২৩, ০৬:৩৩  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৩, ০৬:১৬

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান জয় বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। গতকাল শনিবার প্রকাশ্যে আসে শাকিব-অপু-জয়ের ঘুরে বেড়ানোর একটি ভিডিও। যা শাকিব-অপুর এক হওয়ার গুঞ্জনে আরও উসকে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডস এর সামনে গাড়ি পার্কিং করা। শাকিব খান ছেলে জয়কে নিয়ে হাত ধরে রাস্তা পার হয়ে গাড়িতে উঠছেন আর পিছনে পিছনে এগিয়ে আসছেন হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস। আর তাতেই নেটদুনিয়া উত্তাল। অনেকেই ধরে নিয়েছে তাহলে সত্যি বুঝি আবারও এক হয়েছে সাবেক এই দম্পতি!

তবে অপু জানালেন ভিন্ন কথা। দেশের একটি গণমাধ্যমকে তিনির বলেন, ‘এটি আমাদের সন্তান জয়ের প্রথম আমেরিকা সফর। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।’

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে তাকে ও জয়কে রিসিভ করার বিষয়ে তিনি বলেন, ‘শাকিব আমাদের রিসিভ করেনি। যাদের আমন্ত্রণে এখানে অনুষ্ঠানে অংশ নিতে এসেছি, তারাই আমাকে রিসিভ করেছেন।’

শাকিব খানের সঙ্গে দেখা প্রসঙ্গে অপু বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পরদিন শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শপিংয়ে নিচ্ছেন। কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি।’

সবশেষ ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত