আফগান দুই ওপেনারকে ফেরালেন তাসকিন

| আপডেট :  ১৬ জুলাই ২০২৩, ০৬:৫৯  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৩, ০৬:৫৯

তাসকিনের গতিতে বিধ্বস্ত আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজ বাঁচাতে নেমে ১৬ রানেই দুই ওপেনারকে হারাল সফরকারীরা। ২.৪ ওভারে ১৬ রানেই রহমানউল্লাহ গুরবাজের পর সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই।

জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হবে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আফগানরা। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

ঠিক পরের বলেও বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ফ্লাডলাইটের উপরে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ তুলে নেন তাসকিন। রহমানউল্লাহর বিদায়ে ৯ রানে প্রথম উইকেট হারায় আফগানরা।

সিরিজের প্রথম ম্যাচে ১৫৫ রানের টার্গেট তাড়ায় শেষ বল আগেই ২ উইকেটের রোমাঞ্চ কর জয় পায় বাংলাদেশ।

বৃষ্টির জন্য আপাতত খেলা বন্ধ রয়েছে।

আফগানিস্তানের বর্তমান স্কোর:
রান:৩৯
উইকেট:২
ওভার:৭.২

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত