কেন্দুয়ায় ইউনিয়নে একাডেমিক নতুন ভবনের উদ্বোধন করলেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি
রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুরে উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নতুন ভবনের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু কমলেশ ভক্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক নতুন ভবনের উদ্বোধন করেন মাদারীপুর ৩ আসনের সাংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ওবাইদুর রহমান কালু খান, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ সরদার মাদারীপুর ,জেলা শিক্ষা নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম,আওয়ামী লীগের মাদারীপুর জেলা শাখার সদস্য সুষেন চন্দ্র বাড়ৈ, সাবেক জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা এ্যাড. যতিন চন্দ্র সরকার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মিয়া শিকদার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ রায়হান কবিরসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত