ফাইনালসেরা রোহিত, সিরিজসেরা রাচিন রবীন্দ্র

| আপডেট :  ১০ মার্চ ২০২৫, ১১:৫৬  | প্রকাশিত :  ১০ মার্চ ২০২৫, ১১:৫৬

 

সফলভাবে শেষ হয়েছে পাকিস্তানে ২৯ বছর পর আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে ভারতের জয় ছিনিয়ে নেয়ার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে ভারত।

ফাইনাল ম্যাচে রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রান করেন এবং দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ শেষে তিনি বলেন, এটি সত্যিই দারুণ অনুভূতি। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পাওয়াটা অসাধারণ।

তিনি আরও বলেন, এটি আমার স্বাভাবিক খেলা নয়, তবে আমি এটি করতে চেয়েছিলাম। যখন ভিন্ন কিছু করতে চান, তখন দলের ও ম্যানেজমেন্টের সমর্থন প্রয়োজন হয়। আমি আগেই রাহুল (রাহুল দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন গৌতি (হেড কোচ গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গেও আলোচনা করেছি। এটি আমার সত্যিই চাওয়ার একটি বিষয় ছিল। এত বছর ধরে আমি ভিন্ন স্টাইলে খেলেছি, আর এখন এই নতুন কৌশল থেকে আমরা ফলাফল পাচ্ছি।

এছাড়া সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। চার ইনিংসে ব্যাট করে তিনি ২৬৩ রান করেন, গড় ৬৫.৭৫ এবং স্ট্রাইকরেট ১০৬.৪৭। সিরিজসেরা হওয়ার পর রবীন্দ্র বলেন, এটি অম্ল-মধুর অনুভূতি। একটি দুর্দান্ত ফাইনাল ছিল। ব্যক্তিগত স্বীকৃতি দারুণ, আর দলের হয়ে খেলা সবসময়ই আনন্দের।

তিনি আরও বলেন, হয়তো আমরা ভালো উইকেটে খেলতে পাই। আমি টুর্নামেন্ট ক্রিকেট খেলতে পছন্দ করি। কারণ এখানে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে। আমার অতীত নিয়ে আমি গর্বিত। অনেক মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ট্রফি জয় করে আরও ভালো লাগতো। কিন্তু ক্রিকেট খুবই নির্মম খেলা। স্কোয়াডের প্রতিটি সদস্যেরই ভূমিকা রয়েছে। এখানে অভিজ্ঞ বা নতুন কেউ আলাদা নয়। আমরা সবাই একসাথে দল হিসেবে খেলি।

প্রসঙ্গত, দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। তাদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ড্যারিল মিচেল, আর মাইকেল ব্রেসওয়েল করেন ৫০ রান। জবাবে ভারত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানে পৌঁছে শিরোপা জয় নিশ্চিত করে। রোহিত শর্মা দলের হয়ে সর্বোচ্চ ৭৬ ও শ্রেয়াস আইয়ার দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত