ধামঘরের ভূমিদস্যু মাদকের ডিলার বকুল আহমেদ সোনারগাঁয়ে বেপরোয়া
নিজস্ব প্রতিনিধি: ধামঘরের লক্ষন খোলা এলাকার ভূমিদস্যু মাদকের ডিলার বকুল আহমেদ সোনারগাঁয়ে বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে।
বন্দরের ধামঘরের লক্ষনখোলা এলাকার স্থায়ী বাসিন্দা বকুল আহমেদ সোনারগাঁয়ে ইয়াবা, মানব পাচারকারী, ভূমিদস্যুতা সহ হোটেল ব্যবসার আড়ালে চালাচ্ছে নানা অনৈতিক কাজ।
তার বিরুদ্ধে ভূমিদস্যুতা মাদক, মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এমনটি অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা
বিভিন্ন স্থান থেকে সুন্দরী যুবতী নারীদের দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরেুদ্ধে। তার বিরুদ্ধে নারী পাচার, মাদক, সন্ত্রাস, মানবপাচারসহ ৫- ৭ টি মামলা রয়েছে। তার রয়েছে ১৫-২০ সদস্যের অপরাধী সিন্ডিকেট।
তার বিরুদ্ধে ডিসি অফিসে রয়েছে একাধিক অভিযোগ- বিগত দিনে ধামঘরের লক্ষন খোলা এলাকায় বসবাস কালে ভূমিদস্যুতার কারনে এলাকাবাসীর রোশানলে পরে এলাকা থেকে বিতারিত হয়ে আবাস করেন!
সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউপির পাচপীর দরগাহ এলাকায় বকুল আহমেদ, পিতা মৃত ইয়াজউদ্দিনের ছেলে তৈরি করেন বিলাস বহুতল ভবন এলাকাবাসী অভিযোগ করে বলেন- ভূমিদস্যু বকুলের টার্গেট গরীব ও মধ্যে আয়ের সাধারণ মানুষের জমি বিক্রি করে দেয়ার নাম করে প্রথমে পাওয়ারে তার নামে করে নেয় পরে সেই টাকা আর দেয়া হয়না প্রকৃত জমির মালিককে তার বিরুদ্ধে কেউ মুখ খুললে দেয়া হয় মিথ্যা মামলা। নানান ষরযন্ত্র ও হামলা করা হয় সেই সব পরিবারের উপর
এসব অপরাধ কর্মকান্ড করতে গিয়ে একাধিক মামলায় জেলও খেটেছেন ভূমিদস্যু বকুল
এক সময়ের হোটেল বয় এখন অপরাধ জগতের গ্যাং লিডার। গ্রাম থেকে শহরে আসা উঠতি বয়সি বখাটে যুবকদের জড়ো করে সংগঠিত করছে নানা অপরাধ। তার এ ধরনের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ওঠেছে এলাকাবাসী সহ সাধারন মানুষ
তার বাহিনীর বখাটেরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ব্লাকমেইল করে সবর্স্ব ছিনিয়ে নিচ্ছে সাধারণ মানুষের।
নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবীর অভিযোগ, বকুলের অনুগত অপরাধীরা রয়েছে নানান অপরাধের সাথে পরোক্ষভাবে জরিত অনন্ত শেখ নামে এক ভুক্তভোগী জানান আমাদের কাছ থেকে জমি বিক্রি করে দেয়ার নাম করে পাওয়ারে নিয়ে তার নামে রেজিস্ট্রি করে আমাদের জমি এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন কিছু বলতে গেলে সন্ত্রাসী দিয়ে প্রাননাশের হুমকি ধমকি দিচ্ছে তাই আমরা ডিসি অফিস বরাবর অভিযোগ জানিয়ে ও কোন প্রতিকার পাচ্ছি না!
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত