ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব
ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। নায়েফ বিন বানদার আল সুদাইরিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। শনিবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
রাষ্ট্রদূত আল-সুদাইরি জর্ডানে ফিলিস্তিনি দূতাবাসে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে নিয়োগের চিঠিটি পৌঁছে দেন।
আল-সুদাইরি ফিলিস্তিনে সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি জেরুজালেমে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে উপকৃত হবে ফিলিস্তিন। একই সঙ্গে রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফিলিস্তিনে সৌদি আরব আরও বেশি ভূমিকা রাখতে পারবে বলে জানান নতুন রাষ্ট্রদূত আল সুদাইরি।
তিনি বলেন, ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক জোরদার এবং সম্পর্ক উন্নয়নে কাজ করার সুযোগ পাব। বর্তমানে আল সুদাইরি জর্ডানের আম্মানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফিলিস্তিনি বিশ্লেষক তালার ওকাল বলেন, সৌদি দেশটিতে রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সমর্থন জানিয়েছেন।
এদিকে সৌদি আরব ফিলিস্তিনে এমন এক সময় রাষ্ট্রদূত নিয়োগ দিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক উন্নয়ন করতে চাইছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত