দুমকীতে বাবাকে হত্যাচেষ্টা করলো মেয়ে
দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ায় রাগারাগি করালে বাবা মজিবুর রহমান টিটু(৫৫) কে গলায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করেছে মেয়ে ইউশা (১৮)। শনিবার রাত ১০টায় শ্রীরামপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে কর্মস্থলের কাজ শেষে বাসায় ফিরেন টিটু। সদ্য এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু মেয়ে কোথাও চান্স না পাওয়ায় তাঁর প্রতি হতাশা প্রকাশ করে রাগারাগি করেন বাবা। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে মেয়ে ইউশা তার হাতে থাকা এন্টি কাটার ব্লেড নিয়ে বাবার গলায় আঘাত করে মারাত্নকভাবে জখম করেন।পরে রত্তাক্ত অবস্থায় মজিবুর রহমান টিটু’কে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেয়া হয়েছে।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম সুজন বলেন, মজিবুর রহমানের গলায় ডানপাশে মারাত্মক এন্টি কাটার ব্লেডের আঘাত রয়েছে, তাঁর গলায় ১০টি সেলাই করা হয়েছে।
ভুক্তভোগী মজিবুর রহমানের মুঠোফোনে বার বার কল করলেও ফোন রিসিভ করেননি। মেয়ে ইউশা ঘটনাস্থলে না থাকায় তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি । এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত