আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী পালিত
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকীতে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয়ের পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বশির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আসলাম হাওলাদারের সঞ্চালনায় আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্কর এর সার্বিক নির্দেশনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আঙ্গারিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ হাওলাদার,আঙ্গারিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম চান মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, দৈনিক সমকাল ও দৈনিক পটুয়াখালীর দুমকী প্রতিনিধি মো. এবাদুল হক, দৈনিক গণকন্ঠ ও দৈনিক প্রতিদিনের সংবাদ দুমকি প্রতিনিধি কাজী জুবায়ের ইসলাম সোহান প্রমুখ।
বিদ্যালয় অডিটোরিয়ামে জাতির পিতার স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মানব ভোজের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত