অধিনায়কত্ব ছাড়ার পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তামিম

সবকিছু ঠিক থাকলে ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্বে দেখা যেত তামিম ইকবালকে। কিন্তু আফগানিস্তান সিরিজ চলাকালীন সময়ে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নিজের সেই সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন এই ওপেনার। অধিনায়কত্ব ছাড়ার পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলে জানান তামিম ইকবাল।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম কথা বলেন অধিনায়কত্ব ছাড়ার ইস্যুসহ নানা বিষয় নিয়ে। সেখানেই তিনি অধিনায়কত্ব ছাড়ার পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল সেটি প্রকাশ করেন।
অধিনায়কত্ব ছাড়ার পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘অবশ্যই কথা বলেছি। ওনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ হয়েছে বেশ কিছুদিন আগে। আমি আমার ফিলিংসটা ওনার সঙ্গে শেয়ার করেছি। অধিনায়কত্ব ছাড়ার দিনও ওনার সঙ্গে ফোনে কথা বলেছি পাপন ভাইয়ের বাসায়, পাপন ভাইয়ের ফোনেই। আমি ওনাকে ব্যাখ্যা করেছি আমি কেমন অনুভব করছি এবং কেন অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছি। ওনার কথা একটাই ছিল যে, আমি যেন দলের হয়ে খেলি এবং বিশ্বকাপ যেনো খেলি।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত