সোনাপুর ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করলেন কায়সার হাসনাত
আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের কাঁচপুরে সোনাপুর ডিগবার ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ইং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে যুব সমাজকে সুন্দর ভবিষ্যত গঠনের লক্ষে, মাদক থেকে দূরে রাখতে, খেলা ধুলার বিকল্প নেই, তাই যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে উৎসাহ দিতে, ফুটবল ফাইনাল খেলায় কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ (৩) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
দুই দলের অংশগ্রহণে শতস্ফুর্ত ভাবে হাজার দর্শক ফুটবল টুর্নামেন্টটি উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক আ: মান্নান মেম্বার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজজামান,সোনারগাঁও উপজেলা যুবলীগের সহসভাপতি মতিউর রহমান,সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম খান লিটন- কাঁচপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ,জহির শাকিল, টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত