জাজিরায় বীর মুক্তিযোদ্ধার নামাজে জানাযায় উপজেলা প্রশাসক ও সেনাবাহিনীর পুষ্প অর্পণ

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯

জেলা প্রতিনিধি, রতন আলী মোড়ল: শরীয়তপুরের জাজিরা উপজেলা বড়কান্দী ইউনিয়নের ৬ নং ওয়াড ওমরদ্দীন মাদবরের কান্দির বাসিন্দা মৃত কেরাত আলী সরদার এর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা রশিদ সরদার সাবেক বাংলাদেশ সেনবাহিনীর কর্মকর্তা সদস্য ছিলেন।

শুক্রবার ২২ সেপ্টেম্বর সকাল ৮ টার সময় বীর মুক্তিযোদ্ধা রশিদ সরদার না ফেরার দেশে চলে যান, মৃত্যু কালিন সময় তাঁর বয়স ছিলেন ৮০ এবং তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলেও জানা যায়।

বীর মুক্তিযোদ্ধার রশিদ সরদারের মৃত্যুর সংবাদ পেয়ে জাজিরা উপজেলা বিভিন্ন এলাকায় থেকে ছুটে আসেন প্রায় পাঁচ শতাধিক সাধারন মানুষ ,

উপজেলা প্রশাসকের উদ্যোগ নেওয়া হয় বেপক প্রস্তুতি বীর মুক্তিযোদ্ধা রশিদ সরদারের জন্য, পুলিশ কর্মকর্তারা শোকশ্রদ্ধা জ্ঞাপন সহ পুষ্প অর্পণ করেন, এবং বাংলাদেশ সেনবাহিনীর পক্ষ থেকে বয়েল ফায়ারিং ও সেলুট ব্রিগেড পুষ্প অর্পণ কর্মসূচি পালন করেন।

এসময় নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন জাজিরা উপজেলা বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম রতন ও শরিয়তপুর জেলার সাবেক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুল হাসান সোহেল, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজ রহমান, বড় কান্দী ইউনিয়নের ৬ নং ওয়াডের মেম্বার নুর মোহাম্মদ মৃধা সহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত