দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী দুলাল
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: আগামী ২ বছরের জন্য দুমকি প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাগর কন্যা কুয়াকাটায় হোটেল বনানী প্যালেস হলরুমে আয়োজিত সাধারন সভার দ্বিতীয় পর্বে দুমকি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে সদস্যদের মুক্ত ভোটে নতুন কমিটি গঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সাথীর সহকারী সম্পাদক সৈয়দ ফজলুল হককে সভাপতি ও দৈনিক যুগান্তর দুমকি উপজেলা প্রতিনিধি কাজী বেলাল হোসাইন দুলালকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: আবুল হোসেন (এশিয়ান টেলিভিশন) ও আবুল হোসেন মুন্সি(বাংলাদেশ বুলেটিন), মো:এবাদুল হক (দৈনিক সমকাল)যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান (দৈনিক ইনকিলাব ওখোলা কাগজ),মো: সহিদুল ইসলাম (দৈনিক যুগান্তর উপকুল প্রতিনিধি) অর্থ সম্পাদক মোঃজাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ ও মাতৃভুমির খবর), দপ্তর সম্পাদক মো. নাঈম হোসেন (দৈনিক বাংলাদেশ টুডে ও দৈনিক যুগান্তর পবিপ্রবি), প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান(দৈনিক তৃতীয় মাত্রা )সাহিত্য ও ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নুতন সময়)আইসিটি সম্পাদক সংকর চন্দ্র মিত্র (দৈনিক আজকের পত্রিকা) সদস্য পদে মোঃ আবদুল কুদ্দুস (দৈনিক মানবজমিন) স্বপন কুমার দাস (দৈনিক কালের কন্ঠ)ইসরাত হোসেন লিটন (বাংলা টিভি ও দৈনিক কালবেলা)।
এর পূর্বে বেলা ২টায় বার্ষিক সাধারণ সভার ১ম পর্বে প্রেসক্লাব সভাপতি হয় সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত