কাঁচপুরে আ.লীগের মহা সমাবেশের স্থান পরিদর্শন করলেন মির্জা আজম এমপি
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আগামী ১৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায়। বাংলাদেশ আওয়ামী লীগের স্মরণকালের মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সমাবেশ স্থল পরিদর্শন করেন।
সেখানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শহীদ ভিপি বাদল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল।
এ সময় তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এইচ এম মাসুদ দুলাল, দীপক কুমার বনিক, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম,মোশাররফ হোসেন,আওয়ামীলীগ নেতা মোজাফফর হোসেন, আ: সালাম মিঠু আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল নাঈম।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল গণমাধ্যমকে বলেন, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের স্মরণকালের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্র লীগ সহ উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত