দুমকিতে পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ অক্টোবর) রাতে জনতা কলেজ রোডে মনিমুক্তা বিল্ডিং এর সামনে থেকে ৪০ পিচ ইয়াবাসহ ২ জনকে এবং পাগলার মোর খাবার বাড়ি রেস্টুরেন্টের উত্তর পাশ থেকে ১কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, দুমকিতে থানা এলাকায় মাদক দ্রব্য উত্তর অভিযান পরিচালনর সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কার্তিকপাশা ৬ নং ওয়ার্ডের মৃত রুস্তম মৃধার ছেলে আলমগীর মৃধা (৪০) ২০ পিচ এবং আঠারোগাশিয়ার কেরামত হাওলাদারের ছেলে মোঃ হান্নান হাওলাদার (৩০) ২০পিচ মোট ৪০ পিচ ইয়াবা এবং পাগলার মোর থেকে শুভ মৃধা (২৬) পিতা মোঃ সিদ্দিকুর রহমানের সাং উত্তর বদরপুর ১ নং ওয়ার্ড থানা পটুয়াখালী, ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান জানান, এদের নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত