শান্তি সমাবেশ সফল করতে নাজমুর রহমান সজীব ও হৃদয় প্রধানের নেতৃত্বে চমকপ্রদ শোডাউন

| আপডেট :  ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৪০  | প্রকাশিত :  ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৪০

আল আমিন কবির, সোনারগাঁও, প্রতিনিধি: ১৩ অক্টোবর( শুক্রবার) দুপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষরযন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কাঁচপুরের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করতে সাবেক এমপি আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব ও মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হৃদয় প্রধানের উদ্যোগে কয়েক শত নেতাকর্মীর গাড়ি বহর নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।

মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হৃদয় প্রধান বলেন, কাঁচপুরের সমাবেশ হবে স্মরণ কালের সেরা সমাবেশ আজ ১৩ অক্টোবর কাঁচপুরের শান্তি ও উন্নয়ন সমাবেশে লাখো নেতাকর্মী র জন সমুদ্র হবে বলে জানান।

তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে কাঁচপুরের জনসভা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেজন্য এ সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশী। সেই দিকে লক্ষ্য রেখে আমরা ইতিমধ্যে কাজ করছি এবং উপজেলার সকল নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার।

শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, জাহাঙ্গীর কবির নানক, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত