দুমকীতে দীর্ঘ ৬ বছর পরে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষে দীর্ঘ ৬ বছর পরে দুমকী উপজেলা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফের সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে দুমকী উপজেলা শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত