কানাইঘাটে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাতধোয়া দিবস কানাইঘাটে উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কানাইঘাটের আয়োজনে এবং ইউনিসেফ ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী পরবর্তী উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত গোপাল চন্দ্র সূত্রধর, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আব্দুল আউয়াল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিন আহমদ, বশির আহমদ সহ এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কানাইঘাটের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সবার জন্য স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় এর সুফল দেশবাসী পাচ্ছেন। পাশাপাশি শিশু থেকে স্কুল-শিক্ষার্থী এবং সবাই যাতে করে স্বাস্থ্য সম্মতভাবে হাত ধুয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করতে পারেন এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও ওয়াশ ব্লক নির্মাণ করছে সরকার। রোগবালাই থেকে রক্ষা পেতে স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত ও হাতধোয়ার উপর সবাইকে
সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত