আজমিরীগঞ্জে সরকারি জায়গা দখল করে ঘর উঠানোর চেষ্টা, মালামাল নিলাম ও জরিমানা

| আপডেট :  ২১ অক্টোবর ২০২৩, ০৮:৫৪  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২৩, ০৮:৫৪

মো. আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জে সরকারি জায়গা দখল করে ঘর উঠানোর পায়তারা করলে উপজেলা ভুমি অফিস থেকে নিষেধ হলে।নিষেধ অমান্য করে পূর্ণরায় জায়গা দখল করে ঘর উঠানোর চেষ্টা করলে।

শনিবার (২১ অক্টোবর) দুপুর প্রায় ১১.৩০ মিনিটে বাজারের বাশঁ মহাল ও সিনেমাহল রোড এলাকায় মোবাইল কোর্টপরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি জায়গা দখল করে ঘর উঠানোর চেষ্টা করলে মহন কুড়ি নামের এক ব্যাসায়ীর মালামাল নিলামে বিক্রি করা হয়। একই অপরাধে পৌরসভার অসিম (৫০) নামক এক ব্যাক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাখি শিকার করে বিক্রি করার অপরাধে অন্য এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান আজমিরীগঞ্জ বাজারে সরকারি জায়গা দখল করে ঘর উঠানোর পায়তারা করলে উপজেলা ভুমি অফিস থেকে নিষেধ দেওয়া হয় এবং কাগজ দেখানোর নির্দেশ হয় ।নিষেধ অমান্য করে পূর্ণরায় সরকারি খাস জমি দখল করে স্থাপনা করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাশমহাল সংলগ্ন রাস্তার পাশ থেকে দখলের চেষ্টাকারী মোহন কুরি নামীয় একজনকে আটক করা সম্ভব হয়নি।

তবে দখলের আলামত জব্দ করে ৭৫৬০ টাকায় মালামাল নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুর পাড়ে অসীম সূত্রধর নামে একজন দখলের চেষ্টা করলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। দখলের চেষ্টা কালে ব্যবহৃত আলামত জব্দ করা হয়।

আজমিরীগঞ্জ বাজারে সাদা বক বিক্রির চেষ্টা করলে মো. মোশাহিদ, সাং জগতপুর নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সাদা বক দুটি অবমুক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ থানার এ এস আই মিঠুন রঞ্জন দাস।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত