ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান ও মিলনমেলা
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: ঢাকায় বসবাসরত দুমকি উপজেলার সকল স্তরের জনগণের কল্যাণের জন্য গঠিত দুমকি উপজেলা জন কল্যাণ সমিতির অভিষেক, মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকার কাকরাইলে মুক্তযোদ্ধা হল ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে অনুস্ঠিত হয়।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধায় সমিতির সভাপতি অ্যাড: মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক অ্যাড:কাজী গোলাম মস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- সমিতির প্রধান উপদেষ্টা আজমত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ড.মো. আত্হার উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক মো. সামীমুজ্জামান ফিরোজ, পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সমিতির উপদেষ্টা প্রকৌশলী হুমায়ুন কবির, সাবেক জেলা দায়রা জজ ও সমিতির উপদেষ্টা এম এ রব হাওলাদার, পটুয়াখালী জেলা সমিতির সাবেক সভাপতি মেজার (অব:) ইকবাল হোসেন, দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার,সমিতির উপদেষ্টা অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, পটুয়াখালী জেলা সমিতির সভাপতি আবি আব্দুল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক ড. এস এম জাফর, বিশিষ্ট শিল্পপতি ও সমিতির উপদেষ্টা মোঃ মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক ও সমিতির উপদেষ্টা মোঃ মশিউর রহমান মন্টু, উদযাপন কমিটির আহবায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুর রব জোমাদ্দার, সদস্য সচিব ও সমিতির যুগ্ম-সম্পাদক মো: ফোরকান আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আত্হার উদ্দিন বলেন, একটি সমিতি বা একটি সংগঠন জাতিকে উন্নয়ন করতে পারে। এ সমিতি ও দুমকির তথা ঢাকায় বসবাসরত দুমকি উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে। ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির সাংগঠনিক কমিটির সকল সদস্য শিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন। তাই আমি এ সমিতির সকল কর্মকাণ্ডে সঙ্গে থাকব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত