পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন ২৬ নভেম্বর

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৩, ০৭:১৯  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৩, ০৭:১৯

পটুয়াখালী-১ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৬ নভেম্বর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। পটুয়াখালী-১ শূন্য আসনে তফসিল ও নির্বাচন সংক্রান্ত আলোচনা হয় ২৫তম কমিশন সভায়।

কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৬ নভেম্বর। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত