বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে সাকিব

মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ১৪৯ রানে হেরে যায় বাংলাদেশ।
সেই ম্যাচে ব্যাটে-বলে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে নজর কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি সাকিব। চার ম্যাচে ব্যাট হাতে (১৪, ১, ৪০ ও ১) সবমিলে ৫৬ রান আর বল হাতে শিকার করেছেন মাত্র ৬ উইকেট।
সাকিব আল হাসানের এমন বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর ভালোভাবেই পড়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সাকিব সংগ্রহ করেন ১৪ রান।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে মাত্র এক রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৫২ রান খরচায় শিকার করেন মাত্র ১ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ৩৬৫ রান তাড়ায় হেরে যায় ১৩৭ রানে।
পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ব্যাট হাতে করেন ৪০ রান। আর বল হাতে শিকার করেন ১ উইকেট। দল হারে ৮ উইকেটে।
গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে ৬৯ রান খরচ করে সাকিব শিকার করেন মাত্র ১ উইকেট। প্রোটিয়াদের বিপক্ষে ৩৮৩ রানের পাহাড় ডিঙাতে নেমে সাকিব আউট হন মাত্র ১ রানে।
বিশ্বকাপে অধিনায়কের এমন পারফরম্যান্সে পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে আছে বাংলাদেশ।
দলের এমন অবস্থায় হঠাৎ করে দেশে ফিরে এসেছেন সাকিব। আজ সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
জানা গেছে, সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। পরদিনই কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত