গোমস্তাপুর স্কাউটসের ডে-ক্যাম্প অনুষ্ঠিত
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ অর্ধ শতাব্দীর পরিক্রমা, সুন্দর পৃথিবীর প্রত্যাশা স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জ জেলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একদিন ব্যাপী ডে-ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) গোমস্তাপুর উপজেলা স্কাউটস্ এর আয়োজনে সকাল ১০ টায় রহনপুর খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে দিনব্যাপী ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উপজেলা স্কাউটস এর কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুম, জেলা স্কাউটস্ সম্পাদক, গোলাম রশিদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সম্পাদক ও সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলী।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়াল, রহনপুর মুক্ত মহোদনের সভাপতি শারফুদ্দিন আহমদ, সহকারী লিডার ট্রেনার আব্দুল কাইয়ুম, খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ও জেলা স্কাউটস্ এর নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী স্কাউটরা স্কাউটিং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণসহ সমাপনী অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন করবেন। অনুষ্ঠিত ডে ক্যাম্পে উপজেলার ২৫টি স্কাউট ও গার্ল-ইন স্কাউট দল অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত