গোমস্তাপুরে জাতীয় সংবিধান দিবস পালন

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৩, ০৪:২৫  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৩, ০৪:২৫

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ আইন। শনিবার (৪ নভেম্বর) জাতীয় সংবিধান দিবস।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর দ্বিতীয় বারের মতো জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে।

গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “বঙ্গবন্ধুর ভাবনা-সংবিধানের বর্ণনা” এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায় শ্রেণি পেশাজীবী মানুষ ও গণমাধ্যম কর্মী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত