মেট্রোরেল উদ্বোধন ও বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মী নিয়ে এ এইচ এম মাসুদ দুলালের যোগদান

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৩, ০৬:০৩  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৩, ০৬:০৩

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: মেট্রোরেলের দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন ও বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলালের নেতৃত্বে সোনারগাঁও থেকে বাসযোগে হাজার হাজার নেতাকর্মীর বহর নিয়ে মহাসমাবেশে যোগদান করেন।

শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সার্ভিসের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেলা আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাও মতিঝিল অংশে উদ্বোধন করে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে নেতাকর্মী সহ দেশবাসীর উদ্যেশে বক্তব্য রাখেন।

সোনারগাও থেকে আগত নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এই নজর কাড়া শোডাউন ঢাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য, শেখ এনামুল হক বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, মোক্তর হোসেন, বুলবুল আহমেদ,রতন মিয়া, সিংগাপুর যুবলীগ শাখার সভাপতি হারুন জয়, সোনারগাঁও উপজেলা যুবলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, রিটন প্রধান, মহিউদ্দিন আহমেদ, তৌফিক আহমেদ,হারুন,আরিফ, সোনারগাঁও ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসাইন নাঈম,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কমল হক,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সোনারগাঁও শাখার ১ নং যুগ্ম সাধারন সম্পাদক মো: সেলিম আহমেদ,ছাত্রলীগ নেতা রনি আহমেদ,সাজিদুল ইসলাম শুভ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত