আজমিরীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৩, ০৮:৫১  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৩, ০৮:৫১

মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে আজমিরীগঞ্জ থানার পক্ষ থেকে।

শনিবার (৪ নভেম্বর) সকাল প্রায় ১০ ঘটিকায় আজমিরীগঞ্জ থানা থেকে লালামিয়া বাজার পর্যন্ত শান্তি র‍্যালি করা হয়।

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজমিরীগঞ্জ থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।আলোচনা সভায় পরিচালনা করেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উক্ত আলোচনা সভায় উপস্থিতি ছিলেন-আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সাবেক শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামান আলী, বিরাট সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা,কোষাধ্যক্ষ বি,কে ব্যানার্জী, আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কনৌজ ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া প্রমুখ।

এ সময় ছাত্রলীগ,যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ জন সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত