শরীয়তপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রতন আলী মোড়ল জেলা প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র্যালি এবং সমবায় সমিতির পুরস্কার বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাজিরা উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়।
শনিবার ৪ নভেম্বর জাজিরা উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর মুরালের সামনে সকাল ১০ টায় সময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন, উপজেলা সম্মেলন কক্ষে ৫২তম জাতীয় সমবায় দিবস বিশেষ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পবিত্র কুরআন তেলওয়াত এবং হিন্দু ধর্ম প্রধান গ্রন্থ গীতাপাঠ করে , শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদসদস্য ইকবাল হোসেন অপু, বিশেষ অতিথি জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার,উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন উপস্থিত ছিলেন, সমবায়ীদের জন্য বিশেষ বক্তব্য: রাখেন উপজেলা সমবায় অফিসার নাজমা আক্তার।
আরও উপস্থিত ছিলেন রতন কাজী সাধারন সম্পাদক মিরাশার চাষী বাজার সমবায় সমিতি লিমিটেড, শাহাবুদ্দিন সভাপতি চাঁদের আলো কৃষি পণ্য সমবায় সমিতি লিমিটেড। আবুল বাসার কালুবেপারী কান্দি ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতি লিমিটেড, আব্দুল আজিজ খান পদ্মা সমবায় সমিতি লিমিটেড, রেজাউল গ্রামবিকাশ সঞ্জয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, জাজিরা পৌরসভা মহিলা কাউন্সিলর লাইজু আক্তার সহ সমবায় সমিতি সদস্য প্রমুখ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন : সমবায় অফিসার নাজমা আক্তার, তিনি তার বক্তব্যে বলেন সমবায় সমিতির সদস্যরা নিজেদের যে টাকা বিনিয়োগ করেন সেই বিনিয়োগের আয় থেকে ৩ % ভ্যাট এবং সমবায় অফিস থেকে মোট ১৫ % ভ্যাট সরকারকে দিয়ে থাকে। বর্তমানে সমবায় সমিতি গুলো আয়কর আয় ২০১৩ এর আওতায় ভুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে তাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। উল্লেখযোগ্য সমবায় সমিতির উন্নয়ন তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বলেন, “আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। সমবায়ের লক্ষ্যই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উন্নয়ন ও সচেতনতা ছড়িয়ে দেওয়া। এই দিবসটি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করছে। এ সময় বিভিন্ন ক্ষেত্রের উপর ১৫ টি ক্রেস্ট বিতরণ করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত