বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ নৈরাজ্যের বিরুদ্ধে কাঁচপুরে কায়সার হাসনাতের অবস্থান কর্মসূচী
আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: বিএনপি-জামায়াতের অবরোধের নাশকতা ঠেকাতে দ্বিতীয় ধাপের ১ম দিনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ্-আল-কায়সার হাসনাত এর নেতৃত্বে ঢাকা মহাসড়কের কাঁচপুরে অবস্থান কর্মসূচী পালন করা হয়।
রোববার (৫ নভেম্বর) জামাত বিএনপির দেশ বিরোধী সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ অবরোধের বিরুদ্ধে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে সকাল থেকে রাজপথে অবস্থান করে অবৈধ অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচীতে জনগনের জান মালের নিরাপত্তায় তিনি জনসচেতনা বৃদ্ধির আহবান করেন পরে কাচপুরের বস্তল এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
এসময় উপস্থিত ছিলেন-সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,
যুবলীগের সাধারন সম্পাদক আলি হায়দার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব খান,যুবলীগ সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, যুবলীগের সহসভাপতি মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত