কানাইঘাটে গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন
মুফিজ তালুকদার(কানাইঘাট থেকে): সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাছবাড়ী মডার্ণ একাডেমী ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা পরিদর্শন করেন- গাছবাড়ী মর্ডান একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, রাজনীতিক ওলিউর রহমান,গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি ডা: এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনসহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম,ব্যবসায়ী আবুল বশর প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত