সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পুলিশ মোতায়েন
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি মাগুরা ১ আসনে মনোনয়ন পাচ্ছেন এমন খবরে মাগুরা শহরের বিভিন্ন স্থানে চলছে নানা গুঞ্জন।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, সাকিব আল হাসানের কেশব মোড়স্থ বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বাড়ির সামনে ঘুরে যেতে দেখা গেছে।
এ ব্যাপারে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, বিকেল থেকে বাড়ির সামনে পুলিশ প্রহরা দিতে দেখছি। কিন্তু কেন পুলিশ প্রহরা তা আমি জানি না।
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীতার জন্য সাকিব আল হাসান মাগুরার দু’টি আসনসহ তিনটি আসনে মনোনয়ন ফর্ম কিনেছেন। মাগুরার কোনো একটি আসনে সাকিব আল হাসান মনোনয়ন পাচ্ছেন কিনা এ নিয়ে মাগুরায় ব্যাপক আলোচনা চলছে।
শনিবার বিকেলে সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ পাহারা দিতে দেখে শহরবাসীর আগ্রহ বেড়ে যায়।
মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনে বীরেণ শিকদার দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সাকিব আল হাসানের মনোনয়ন ফরম কেনা এবং বাড়িতে পুলিশ মোতায়েনের খবরে সমগ্র জেলায় এ নিয়ে আলোচনা তীব্রতর হয়েছে।
মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা তা আমার জানা নেই। তাই কি কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে আমার জানার কথা নয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ বলেন, কোনো নির্দিষ্ট কারণে কারও বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়নি। কারও বাড়ির সামনে পুলিশ দেখা গেলে তা নিয়মিত টহল ছাড়া আর কিছু নয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত