সোনারগাঁয়ে নৌকার প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের মনোনয়ন পত্র দাখিল

| আপডেট :  ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫১  | প্রকাশিত :  ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫১

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানু ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিধি মোতাবেক সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নৌকা মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার দলীয় মনোনয়ন পত্র জমা দেন।

এর আগে, সোনারগাঁও উপজেলা পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সৌধস্থলে শ্রদ্ধা নিবেদন জানান করেন পরে নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুরে দিকে নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার মনোনয়ন পএ জমা দিতে পৌঁছালে সাধারণ জনতার পাশাপাশি তাকে স্বাগত জানান
এরপর দুপুর আড়াইটার দিকে তিনি বিধি মেনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সিনি: সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো. সোহাগ রনি, আরমান মেরাজ সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত