ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদের নেতৃত্বে ‘ডামি নির্বাচন বর্জন’ লিফলেট বিতরণ

| আপডেট :  ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪  | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদের নেতৃত্বে ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে’ রাজধানীর আদাবরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

শনিববার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবর-শেখেরটেক-শ্যামলী এলাকায়  সংগঠনটির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান বাপ্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল খান, ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: উজ্জ্বল গাজী, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব, ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল হলের সিনিয়র সহ-সভাপতি রাশিকুল ইসলাম শাহিল, ঢাকা কলেজের আহমেদ সাফওয়ান, জুবায়েদ ফরাজী ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা ও কর্মীবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত