দুমকিতে ২ টাকা লাভে পণ্য বিক্রি করেন টিপু ফরাজি

| আপডেট :  ২৪ মার্চ ২০২৪, ০৮:২৩  | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২৪, ০৮:২৩

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ২ টাকা লাভে পণ্যসামগ্রী বিক্রি শুরু করেছেন দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের হাজির হাট এলাকার আসাদুজ্জামান টিপু ফরাজি। সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ক্রেতারও খুশি।

এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী যখন রমজানে পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা করছে, সেখানে টিপু ফরাজী সুলভে পণ্য বিক্রি করছেন। রোজার প্রথম দিন থেকেই মুড়ি, ছোলা বুট, খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়াসহ অন্যান্য পণ্য প্রতি কেজিতে মাত্র দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করছেন। রমজানে মহৎ এ উদ্যোগ গ্রহণ করে অনন্যা দৃষ্টান্ত স্থাপন করেছেন টিপু। তবে শুধু রমজান মাসেই নয়, সারা বছর ব্যবসায়ীরা আসাদুজ্জামান টিপু ফরাজীর মতো ব্যবসা পরিচালনা করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

জেলা সদর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে হাজির হাট বাজারে রয়েছে আসাদুজ্জামান টিপু ফরাজীর মালিকানাধীন ‘সততা ভ্যারাইটিজ স্টোর্স’।

এক সময় টিপু সৌদি আরবে প্রবাসী ছিলেন। ২০১০ সালের দেশে ফিরে আসেন। তিন বছর আগে ২০২১ সালের শুরুতে নিজ এলাকা হাজির হাট বাজারে মুদি-মনোহরী ব্যবসা শুরু করেন। সেই থেকে প্রতি বছর রমজানের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতি কেজিতে দুই থেকে তিন টাকার সামান্য লাভে বিক্রি করে আসছেন তিনি। বিশেষ করে মুড়ি, ছোলা বুট, খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়াসহ ইফতারির অন্যান্য খাদ্য সামগ্রী পণ্যগুলোতে নগদ ক্রেতাদের এ ছাড় দিচ্ছেন তিনি।

দুমকী এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, রমজানে টিপু ফরাজী সুলভ মূল্যে পণ্য বিক্রি করছেন। তাঁর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই’।

আসাদুজ্জামান টিপু ফরাজী বলেন, রমজান নাজাতের মাস। ১১ মাস তো কম-বেশি লাভ করি, কিন্তু রমজান মাসে ছাড় দিয়ে পণ্য বিক্রি করব।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালীর সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, টিপু ফরাজীর মতো অন্য ব্যবসায়ীরা এভাবে এগিয়ে আসলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষও উপকৃত হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত