বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে রহনপুর পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর থেকে: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) ২৬ রমজান রহনপুর পৌর চত্বরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ জিয়াউর রহমান, এমপি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, অফিসার ইনচার্জ, গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, সৈয়দ মাহতাবুল আলম নুরী, আব্দুল মজিদ ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম। ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাত পরিচালনা করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত