প্যাসিফিকে ডন রেইডস নীতির জন্য ক্ষমা চাইবে নিউজিল্যান্ড
প্যাসিফিক জনগণের ওপর বর্ণবাদী অভিযানের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নিউজিল্যান্ড। সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এ বিষয়ে তার সরকারের সিদ্ধান্তের কথা জানান। ১৯৭০ সালে ওই দ্বীপের অধিবাসীদের ওপর নিউজিল্যান্ডের তৎকালীন সরকার বর্ণবাদী অভিযান চালিয়েছিল। খবর এপির। সোমবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেন, ‘প্যাসিফিকের জনগণের কাছে ক্ষমা চাওয়ার সময় এসেছে। ‘ডন রেইডস’ নামের ওই অভিযানের মাধ্যমে আমরা যে ভুল করেছিলাম, সেটা ঠিক ছিল না।’
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের ইতিহাসে ওই অভিযানগুলো কলঙ্কজনক ঘটনা। প্যাসিফিক জনগণের মনে সেগুলো এখনো বেদনাবিধুর ক্ষত হয়ে আছে। আমরা এখন ক্ষমা চাইতে পারি, যদিও ক্ষমা চাইলেই সেগুলো তাদের মন থেকে মুছে যাবে না। তবু ক্ষমা চাওয়াটা তাদের কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারে।’
নিউজিল্যান্ডের সরকার অনুমোদিত জাতিসত্তা সংস্থা ‘প্যাসিফিকা ডন রেইড পলিসি’ সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল। প্যাসিফিকে এই অভিযানগুলো নিউজিল্যান্ডের দুটি প্রধান রাজনৈতিক দলের শাসনের সময়েই ঘটেছিল। শুরু হয়েছিল লেবার দলের প্রধানমন্ত্রী নরম্যান কার্কের সময়ে। পরবর্তী প্রধানমন্ত্রী রবার্ট মুলদুনের সময়েও তা অব্যাহত ছিল। জেসিন্ডা বলেন, ২৬ জুন অকল্যান্ডের টাউন হলে তার সরকার আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা চাইবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত