দুমকিতে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরমে মানব ও প্রাণিকুলের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। তাপদাহ থেকে রক্ষা পেতে দুমকিতে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজের ও দোয়ার আয়োজন করা হয়।
নামাজ শেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য আহাজারি এবং রহমতের বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।
নামাজ এবং মোনাজাত পরিচালনা করেন পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. ইউসুফ আলী। ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ মোহাম্মদ অলিউল্লাহ, পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ মাহমুদ ওসমান সোহেল, উপাধ্যক্ষ মো.মামুনুর রহমান, দুধাল ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত