নারী আম্পায়ার নিয়ে বিতর্কে যা বলছেন পাপন

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৬  | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৬

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অভিষেক হয়েছে নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির। কিন্তু শুরুতেই তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। মোহামেডান ও প্রাইম ব্যাংক জেসিকে আম্পায়ার হিসেবে দেখে অবাক হয় বলে জানা গেছে।

জেসি অনভিজ্ঞ হওয়ায় দুই ক্লাবের কর্মকর্তারা তাকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়ায় নাকি আপত্তি তোলেন। দুই দলের ক্রিকেটাররা আপত্তি জানিয়েছেন এমন অভিযোগ উঠলেও তা সত্য নয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তবে বিষয়টি সম্পর্কে ক্রীড়া ও যুব মন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অবগত নন বলে জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে রোববার বলেন, এমন কিছু তিনি শোনেননি।

পাপন বলেন, ‘আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। আম্পায়ার্স কমিটির সঙ্গে কথা হলো, তারা আমাকে এ বিষয়ে কিছু জানায়নি। সোস্যাল মিডিয়ায় না থাকার কারণে এ বিষয়ে আমি কিছু জানি না।’

ডিপিএলে ম্যাচের আগে আম্পায়ারের নাম ঘোষণা করা হয় না। জেসি দায়িত্ব পালন করবেন মোহামেডান ও প্রাইম ব্যাংক ম্যানেজমেন্ট জানত না। তাকে ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখে দুই ক্লাব তাই অবাক হয়। ম্যাচের মেরিট অনুযায়ী আম্পায়ার দেওয়া হয়নি এমন কথা নাকি নিজেদের মধ্যে দুই ক্লাবের কর্মকর্তারা আলাপ করেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোন আপত্তি তোলেনি। ক্রিকেটাররাও মাঠে কোন আপত্তি করেনি। এমনকি যে জেসিকে নিয়ে আপত্তি বলে খবর তিনিও জানতেন না কিছুই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত