হজরত ইব্রাহিম দানেশমান্দ (র:) এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে মাসুম চৌধুরীর প্রচারণা শুরু

| আপডেট :  ০২ মে ২০২৪, ০৩:২৪  | প্রকাশিত :  ০২ মে ২০২৪, ০৩:২৪

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়নগঞ্জ থেকে: সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক বরাদ্দ পেয়ে মাজার জিয়ারতের মধ্যে দিয়ে মাসুম চৌধুরী’ নির্বাচনী প্রচারনা শুরু।

বৃহস্পতিবার (২ মে) জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কাছ থেকে সরকার মাসুম চৌধুরী তালা প্রতীক বরাদ্দ পান।

প্রতিক বরাদ্দের পর মোগড়াপাড়া ইউনিয়নের হজরত ইব্রাহিম দানেশমান্দ ( র:) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুম চৌধুরী জানান, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন থেকে আপদে-বিপদে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি। সোনারগাঁও উপজেলা বাসীর সেবা করা ও উন্নয়নমূলক কাজ করার জন্যই নির্বাচন করছি। আমার বিশ্বাস, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ আমাকে জয়যুক্ত করবে।

তিনি আরো জানান, আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সেবা নিশ্চিতসহ জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত এবং জনগণের সহযোগিতায় মাদকমুক্ত উপজেলা গড়ব।

সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরনে এবং কৃষকদের নানাবিধ সমস্যা সমাধানে তাদের পাশে থাকবো। এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত