অবশেষে কঠোর হলো বিসিবি, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে লিটনকে দিয়ে দিলো ১টি শর্ত
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ পড়ন্ত বিকেলে দল ঘোষণার বিষয়ে বলেন, ‘আমরা তো আইসিসির কাছে নির্ধারিত সময়ে দলের তালিকা জমা দিয়েছি। এখন সেই দলটি ঘোষণা করা হবে বিসিবির পক্ষ থেকে। যতদূর জানি, জিম্বাবুয়ের বিপক্ষে ১২ মে শেষ টি-টোয়েন্টি ম্যাচের দিন কিংবা তার পরদিন ঘোষণা হতে পারে টি-টেয়েন্টি বিশ্বকাপের দল।’
লিটন দাসের ক্রমাগত খারাপ পারফর্ম্যান্সের কারণে সবাই ধরে নিয়ে ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার ২ ম্যাচে হয়তো লিটন দাসে বিকল্প খুজা হতে পারে। কারণ বাজে পারফর্ম্যান্স ক্রিকেটের ১টি অংশ হতে পারে কিন্তু প্রতিবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া কোনো ভাবেই একজন অভিজ্ঞ ওপেনারের কাছ থেকে মেনে নেওয়া যায় না। কিন্তু সবাইকে অবাক করে দলের বিকল্প ওপেনার পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সুযোগ পেয়েছে লিটন কুমার দাস। তবে বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে যে ফর্মহীন ক্রিকেটাররা যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে বিশ্বকাপের জন্য আইসিসির কাছে পাঠানো বাংলাদেশের স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। মূলত এই কারণেই বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার পর। নাম না উল্লেখ করলেও বুঝা যাচ্ছে যে লিটন দাস যদি বাকি ২ ম্যাচে নিজেকে প্রমান না করতে পারেন তাহলে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে হারাতে পারেন নিজের জায়
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত