আইপিএল থেকে মুস্তাফিজকে দেশে ফেরানোর কারণ জানালেন তাসকিন

| আপডেট :  ০৯ মে ২০২৪, ০৬:৩৭  | প্রকাশিত :  ০৯ মে ২০২৪, ০৬:৩৭

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়- ব্যাপারটা প্রত্যাশিতই ছিল। সেই সঙ্গে ব্যাটে-বলের দাপটও দেখতে চেয়েছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই অর্থে ব্যাটিং-বোলিংয়ে ছাপ রাখতে না পারলেও পাঁচ ম্যাচ সিরিজের ৩-০ এগিয়ে সিরিজ নিজিদের করে নিয়েছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি হয়েছে চট্টগ্রামের মাটিতে। দেশের ভেন্যুগুলোর মধ্যে রান তোলার জন্য সাগরিকার উইকেটের জুড়ি নেই। অথচ, সিরিজের তিন ম্যাচের বাংলাদেশ পারেনি ব্যাটিংয়ে চমক দেখাতে। লক্ষ্যটা দেড়শর আশপাশে হলেও জিততে ভুগতে হয়েছে বাংলাদেশকে। এ ছাড়া টপ অর্ডারে বরাবরের মতোই ছিল হতাশার চিত্র। এ নিয়ে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে থাকেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

আইপিএলের সঙ্গে তুলনায় আসন্ন বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ দল। এমন প্রশ্নে তাসকিন আহমেদ বলেন, ‘আইপিএলের কন্ডিশন আর এখানকার কন্ডিশন একটু আলাদা। প্রতিপক্ষও আলাদা। সেখানে বেশির ভাগ খেলা হাই স্কোরিং হয় এবং উইকেটের ধরনও আলাদা। বাংলাদেশে এমন বড় রানের ম্যাচ কমই হয়। জিম্বাবুয়ে যদিও একটু দুর্বল দল, তবে আমরা যারা খেলছি, চেষ্টা করছি শতভাগ দিয়ে ম্যাচ জেতার। এরা (জিম্বাবুয়ে) হয়তো আইপিএলের তুলনায় একটু দুর্বল, তবে আমাদের সেরা ক্রিকেট খেলাই জিততে হচ্ছে।’

বাংলাদেশের মধ্যে এবার একমাত্র ক্রিকেটার হিসেবে চেন্নাইর জার্সিতে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১মে চেন্নাইর হয়ে শেষ ম্যাচ খেলে দেশে আসেন কাটার মাস্টার। জাতীয় দলে ফিজকে ফিরিয়ে নিয়ে আসা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে মুস্তাফিজ এবারের আইপিএলে অনেক ভালো করেছে। আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে।’

‘একইসাথে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা, কারণ ও আমাদের মূল বোলার। আইপিএল ভালো কেটেছে, যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে। সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে এটা অনেক ভালো লক্ষণ। জাতীয় দলে পেসাররা আগের চেয়ে ধারাবাহিক হয়েছি এটা ঘরোয়া ক্রিকেটেও অনুপ্রেরণা দেয়। সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগও খেলে, সব মিলিয়ে উন্নতি আরও বেশি হবে। ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক ভালো হয়েছে।’

‘সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস, লাইফস্টাইল এবং মেইনটেইন্যান্স। এই জিনিসগুলো সহায়তা করছে বোলারদের ভালো করতে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত