ডাম্বুলা থান্ডার্সের আইকন খেলোয়াড় মোস্তাফিজ
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতানো মোস্তাফিজুর রহমান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়ে গেলেন। ডাম্বুলা থান্ডার্স সোমবার তাদের বিদেশি আইকন খেলোয়াড় হিসেবে বাংলাদেশের কাটার মাস্টারের নাম ঘোষণা করেছে।
এদিন বিকালে ডাম্বুলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্ট দিয়ে এই খবর জানায়। তারা লিখেছে, ‘ডাম্বুলা থান্ডার্স গর্বের সঙ্গে মোস্তাফিজুর রহমানকে আমাদের বিদেশি আইকন খেলোয়াড় হিসেবে পরিচিত করছে। বিদ্যুতের মতো গতি ও অদম্য আবেগের জন্য প্রস্তুত হন থান্ডার্স ভক্তরা!’
জাতীয় দলের হয়ে খেলতে চলতি আইপিএল ছাড়ার আগে চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নেন মোস্তাফিজ। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে নেন ৩ উইকেট। দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসারের সঙ্গে নিলামের আগেই চুক্তি করতে পেরে স্বাভাবিকভাবে রোমাঞ্চিত ডাম্বুলা।
লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে খেলার আগ্রহ দেখিয়েছেন পাঁচশরও বেশি বিদেশি ক্রিকেটার। ২৪টি ক্রিকেট খেলুড়ে দেশের খেলোয়াড় আসন্ন আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশেরও চার ক্রিকেটার।
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ বাংলাদেশ থেকে নাম জমা দিয়েছেন। আগামী ১ থেকে ২১ জুলাই হবে এই টুর্নামেন্ট।
গত বছর শরিফুল ইসলাম, সাকিব, লিটন দাস ও তাওহীদ হৃদয় এলপিএলে দল পেয়েছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত