কর্মী ভিসায় ৩১ মে’র মধ্যে যেতে হবে মালয়েশিয়া

| আপডেট :  ১৬ মে ২০২৪, ০৪:৪৬  | প্রকাশিত :  ১৬ মে ২০২৪, ০৪:৪৬

সরকারিভাবে যারা মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের ৩১ মের মধ্যে ওই দেশে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। জনস্বার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জরুরি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দৈনিক সংবাদপত্রে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মীগণকে জানানো যাচ্ছে যে, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশসহ ১৪টি কর্মী প্রেরণকারী দেশ হতে আগামী ৩১ মে ২০২৪ এর মধ্যে মালয়েশিয়া প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই-ভিসা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর বর্হিগমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টসের সঠিকতা যাচাই-বাছাইপূর্বক মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্বারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা।

এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং উপযুক্ত ডকুমেন্টস/রশিদ বা ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত