প্রাইভেট পড়ানো বন্ধের পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দিল হাইকোর্ট

| আপডেট :  ২৮ মে ২০২৪, ০৬:১০  | প্রকাশিত :  ২৮ মে ২০২৪, ০৬:১০

নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রাইভেট পড়াচ্ছেন। যে কারণে কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা করেছে গৃহ শিক্ষক কল্যাণ সমিতি।

সেই মামলায় তাদের আইনজীবী একরামুল বারি অভিযোগ তোলেন, হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট পড়াচ্ছেন।

সেই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আগামী ৮ সপ্তাহের মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সরকারি এবং আধাসরকারি স্কুলের কর্মরত শিক্ষকদের প্রাইভেট পড়ানো অবৈধ বলে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। এ নিয়ে রাজ্য সরকারের নিয়ম রয়েছে।

২০১৮ সালের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সরকারি ও আধাসরকারি স্কুলের শিক্ষকরা নিজের বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে প্রাইভেট পড়াতে পারবেন না।

সরকারের নির্দেশনা না মেনে কেউ প্রাইভেট পড়ালে সেটি শাস্তিযোগ্য হিসেবে গণ্য হবে। তারপরও নির্দেশ অমান্য করে অনেকে প্রাইভেট পড়াচ্ছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত