ক্রিকেট ছাড়ছেন কবে, যা বললেন সাকিব
সেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর খেলেছেন। এবার খেলবেন নবম আসর। সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আরেকজন ভারতের রোহিত শর্মা।
তবে সাকিবের দীর্ঘ যাত্রার শেষ কোথায়— এমন প্রশ্ন মাঝেমধ্যেই এসে যায়। এটাই কি রাজনীতিক কাম ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ? সে প্রশ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও ধেয়ে গিয়েছিল। তবে সেসবের জবাব শান্ত বেশ কূটনৈতিকভাবেই দিয়েছেন।
এবার সাকিব আল হাসান দিলেন প্রকৃত জবাবটা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলতে চান বাংলাদেশ অলরাউন্ডার। তিনি জানান, এবারের বিশ্বকাপই তার শেষ নয়। ২০২৬ সালে ভারত-শ্রীলংকায় অনুষ্ঠেয় বিশ্বকাপটায়ও খেলতে চান তিনি।
বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়ে বলেন, প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।
তিনি বলেন, আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপে অংশ নিতে পারব। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত