না খেলেই যেভাবে শীর্ষে সাকিব

| আপডেট :  ০৫ জুন ২০২৪, ০৮:১৯  | প্রকাশিত :  ০৫ জুন ২০২৪, ০৮:১৯

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ছিলেন সাকিব আল হাসান। লঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা কাছে হারিয়ে ছিলেন দীর্ঘদিন ধরে অলরাউন্ডারদের শীর্ষস্থান।

না খেলেই এক সপ্তাহ পর হারানো সিংহাসন ফিরে পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বুধবার (৫ জুন) আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন সাকিব।

আর এক নম্বরে থাকা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হাসারাঙ্গা নেমে গেছেন দুই নম্বরে। ফলে বিশ্বের অলরাউন্ডারদের তালিকার শীর্ষে থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন সাকিব।

গত এক সপ্তাহে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেনি টাইগাররা। গত ২৫ মে আইসিসি স্বীকৃত সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আনুষ্ঠানিক

প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টিতে তা পরিত্যক্ত হয়। এরপর গত ১ জুন ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেললেও, তা আইসিসি স্বীকৃত নয়। ফলে সে ম্যাচের কোনো কিছু রেকর্ড ভুক্ত হয় না।

না খেললেও শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। কারণ পয়েন্ট খুইয়েছেন হাসারাঙ্গা। মে মাসের মাঝামাঝিতে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সমান রেটিং পয়েন্ট ২২৮ নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসারাঙ্গা ও সাকিব। তবে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পয়েন্ট হারান সাকিব। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যান তিনি।

সোমবার (৩ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সে ম্যাচে ৩ ওভার ২ বলে ২২ রানে ২ উইকেট নেন তিনি। তবে শূন্য রাতে আউট হন লঙ্কান অধিনায়ক। এমন পারফরম্যান্সে ৬ রেটিং পয়েন্ট হারান হাসারাঙ্গা।

ফলে বর্তমানে সাকিব পয়েন্ট ২২৩ আর লঙ্কান অলরাউন্ডারের পয়েন্ট ২২২। ফলে শীর্ষে উঠেছেন সাকিব। সেরা পাঁচে অন্য ৩ জন হচ্ছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

তবে ব্যাটার ও বোলারদের শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি আছেন ২৩ নম্বরে। দীর্ঘদিন ধরে ফর্মহীন লিটন কুমার দাসই (৩৯তম) টাইগার ব্যাটারদের মধ্যে সেরা।

বিশ্বকাপের ডি-গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। আগামী ৮ জুন লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত