বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথের আগে আলোচনায় নাগিন ডান্স-টাইমড আউট

ক্রিকেটে পাকিস্তান-ভারত কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ যেমন রোমাঞ্চ ছড়ায় তেমনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ, কৌতুহল কেড়ে নিয়েছে। নাগিন ডান্স থেকে টাইমড আউট। মাঠে মাঠের বাইরে নানা ইস্যুতে উত্তপ্ত থাকে দু’দলের লড়াই।
অ্যাশেজ কিংবা পাক-ভারত মহারণ, ক্রিকেট বিশ্বের আলোচিত দুই দ্বৈরথ। ইতিহাস-ঐতিহ্যে এ দুয়ের চেয়ে পিছিয়ে থাকলেও আলোচনায় কমতি নেই বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। সাম্প্রতিক বছরগুলোতে দু’দলের নানা ঘটনা বাড়িয়েছে উত্তেজনার পারদ।
২০১৮ সালে ‘নাগিন ড্যান্সে’র মধ্য দিয়ে শুরু। নিদাহাস ট্রফিতে বাঘ-সিংহের লড়াইয়ে ক্রিকেটারদের উদযাপন ক্রিকেটে যোগ করে নতুন মাত্রা। থিসারা পেরেরার সঙ্গে নুরুল হাসান সোহানের বাক-বিতন্ডা, প্রতিবাদী অধিনায়ক সাকিব। প্রেমাদাসায় বিচিত্র সব চরিত্রের দেখা মিলেছিল সেদিন।
বৈরিতার তেজ কমেনি চার বছর পরও, বরং বেড়েছে। ২০২২ এশিয়া কাপে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন দু’দলের সাবেকরা। বাদ যাননি দুই শিবিরের কোচিং প্যানেলে থাকা খালেদ মাহমুদ-মাহেলা জয়াবর্ধনের মতো সাবেকরাও।
প্রতিদ্বন্দ্বিতার আগুনে ঘি ঢেলে দেয় গেল বছর ওয়ানডে বিশ্বকাপে সাকিবের করা ম্যাথিউসের টাইমড আউট। বিরল ঘটনার ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলাননি লংকানরা। যা নিয়ে কম হয়নি আলোচনা-সমালোচনা।
সবশেষ বাংলা-লঙ্কা সিরিজেও দেখা গেছে মাঠের বাইরে প্রতিদ্বন্দ্বিতার ছাপ। বাংলাদেশ সফরে টি টোয়েন্টিতে সিরিজ জিতে শ্রীলঙ্কা দলের টাইমড আউট উদযাপন আবারও উসকে দেয় পুরনো বিতর্ক। ছেড়ে কথা বলেনি বাংলাদেশও। ওয়ানডে সিরিজ জিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের জবাব দেন মুশফিক রহিম। যার কল্যাণে ক্রিকেট বিশ্ব পরিচিত হয়েছিল নাগিন ড্যান্সের।
এবার নতুন টুর্নামেন্ট, নতুন মঞ্চ। বাঘ-সিংহের লড়াইয়ে আরও একবার কি ২২ গজে দেখা মিলবে পুরনো উদযাপন। নাকি সব ভুলে এক হবে দু’দল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত