ভারতের কাছে ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক শান্ত

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দেয়া পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। তাই ফলাফল যা হওয়ার তাই হয়েছে, ৫০ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। অথচ এই ম্যাচে জয়লাভ করলে সেমির স্বপ্ন এখনো টিকে থাকত। তবে এখনো যে সেমিতে খেলতে পারবে না বাংলাদেশ এমনটা বলা যাচ্ছে না। সেজন্য অবশ্য অসম পথ পাড়ি দিতে হবে টিম টাইগার্সকে।
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সংবাদ সম্মেলনে হারের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আমরা যখন ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলাম তখন ১৬০-১৭০ রান হবে ভেবেছিলাম। কিন্তু তারা ভাল ব্যাটিং করেছে তাদের কৃতিত্ব এটা।
অ্যান্টিগার আবহাওয়া এবং বাতাসে বাংলাদেশের খেলতে কোনো সমস্যা হয়েছে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, আমি মনে করি না এটি একটি সমস্যা, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।
ভারতের বিপক্ষে দল নির্বাচনে বাংলাদেশ চমক দেখিয়ে চার বোলার নিয়ে মাঠে নেমেছিল। সঙ্গে সাকিব ও মাহমুদউল্লাহকে গোনায় রাখা হয়েছিল। ব্যাটার হিসেবে জাকের আলীকে খেলানো হয়েছে। ব্যাটসম্যানরা ম্যাচ জেতাবে এমন ভাবনা হয়তো কাজ করেছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু দলের কোনো পরিকল্পনাই কাজে আসেনি।
পাওয়ারপ্লেতে রান তুলতে না পারাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শান্ত বলেন, যখন আমরা ১৯০ রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল। এসময় নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ম্যাচে অবদান রাখার চেষ্টা করি তবে খেলা শেষ করে আসার দরকার।
টাইগার দুই বোলারের প্রশংসা করে শান্ত বলেন, এই টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত